৪২তম বিসিএসে চার হাজার চিকিৎসককে সুপারিশ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪২তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে চার হাজার চিকিৎসককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে এই ফলাফল প্রকাশ করা হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ গণমাধ্যমকে বলেন, ৪২তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার পিএসসির কমিশনের সভায় অনুমোদন হওয়ার পর এ ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে গত ২৯ মার্চ ৪২তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ছয় হাজার ২২ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে দুই হাজার জনকে চাকরির জন্য সুপারিশ করার কথা থাকলেও শেষ পর্যন্ত চার হাজার জনকে সুপারিশ করা হয়েছে।