পৌর মেয়রের বিরুদ্ধে উড়ো চিঠি, দরপত্র স্থগিত
বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ জাবেদ রেজার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির উড়ো চিঠির পর ১৩ কোটি টাকার উন্নয়নকাজের দরপত্র স্থগিত করা হয়েছে। আজ বুধবার ছিল উন্নয়ন কাজের দরপত্র ফরম জমা দেওয়ার শেষ দিন।
পৌর নির্বাচনের কারণে গতকাল মঙ্গলবার উন্নয়নকাজের দরপত্র পৌর কর্তৃপক্ষ স্থগিত করে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী।
বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, পৌরসচিব তৌহিদুল ইসলামসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় ৪০টি কোটি টাকার অনিয়ম-দুর্নীতির অভিযোগে এনে ঢাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। অভিযোগের কপি ডাকযোগে ৭ ডিসেম্বর স্থানীয় গণমাধ্যমকর্মীসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও পাঠানো হয়েছে।
পৌরসভার প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, বান্দরবান পৌরসভার উন্নয়নে চলতি বছরের নভেম্বর মাসে বিদেশি দাতা সংস্থার অর্থায়নে ইউজিআইআইপি প্রকল্পের ১৩টি কোটি টাকার উন্নয়নকাজের দরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্রে দুই গ্রুপের মধ্যে ছোট-বড় ২৫ থেকে ৩০টি উন্নয়নকাজ রয়েছে। আজ বুধবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষদিন। কিন্তু পৌরসভা নির্বাচনের কারণে উন্নয়নকাজের দরপত্রটি স্থগিত রেখে জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।
নাম প্রকাশে অনিশ্চুক স্থানীয় কয়েকজন ঠিকাদার জানান, দীর্ঘদিন উন্মুক্ত দরপত্র হয়নি পৌরসভায়। অনিয়ম-দুর্নীতির উড়ো চিঠির কারণে মেয়রের নীলনকশা বাস্তবায়িত হয়নি এবার। নতুন মেয়র নির্বাচিত হলে ১৩ কোটি টাকার উন্নয়নকাজের দরপত্রে অংশ নিতে পারবেন সাধারণ ঠিকাদাররাও।
তবে মেয়রের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির উড়ো চিঠি ছাড়ার কারণে ১৩ কোটি টাকার উন্নয়নকাজের দরপত্র স্থগিত রাখার বিষয়টি অস্বীকার করেছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মংসুইখয় মারমা। তিনি জানান, পৌরসভা নির্বাচনের কারণে ১৩ কোটি টাকার উন্নয়নকাজের দরপত্র জমা ও খোলার সময় বাড়ানো হয়েছে। আগামী বছরের ১১ জানুয়ারি দরপত্র জমা ও দরপত্র খোলার সময় নির্ধারণ করা হয়েছে। দরপত্র স্থগিত এবং সময়সীমা বাড়ানোর সঙ্গে উড়ো চিঠির কোনো সম্পৃক্ততা নেই।