বরিশালের বিপক্ষে ঢাকার মাঝারি সংগ্রহ
ব্যাট হাতে মাঠে নামা আট জনের মধ্যে সাতজনই দুই অঙ্কের ঘরে রান করেছেন। তবু বরিশাল বুলসের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের সংগ্রহ তেমন বড় নয়। বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে ছয় উইকেটে ১৩৬ রানে থেমেছে ঢাকার ইনিংস।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল ঢাকা ডায়নামাইটসের। মোহাম্মদ হাফিজ (২৫) আর ফরহাদ রেজার (১৯) ৪২ রানের উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ঢাকার দলটি।
নিয়মিত অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে বিশ্রাম দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার সফলতম ব্যাটসম্যানের অনুপস্থিতিতে ঢাকা ডায়নামাইটসকে নেতৃত্ব দেওয়া নাসির হোসেন নেমেছিলেন তিন নম্বরে। কিন্তু আউট হয়ে গেছেন ১৪ রান করেই। জিম্বাবুয়ের আক্রমণাত্মক ব্যাটসম্যান ম্যালকম ওয়ালারও (১০) ব্যর্থ।
তবে ডাচ অলরাউন্ডার রায়ান টেন ডুশকাটে আর মোসাদ্দেক হোসেনের দায়িত্বশীল ব্যাটিং লড়াইয়ের পুঁজি এনে দিয়েছে ডায়নামাইটসকে। ডুশকাটে ২২ রান করে আউট হয়ে গেলেও মোসাদ্দেক অপরাজিত ছিলেন ৩০ রানে।
১৮ রানে তিন উইকেট নিয়ে বরিশাল বুলসের সেরা বোলার কানাডিয়ান অফস্পিনার নিখিল দত্ত। দুই উইকেট নিয়েছেন ক্যারিবীয় পেসার রায়াড এমরিট।