বাংলাদেশ কোচের চিন্তা ফিনিশিং নিয়ে
সাফ চ্যাম্পিয়নশিপের শুরুটা জয় দিয়ে করেছে বাংলাদেশ ফুটবল দল। একই সঙ্গে জয় দিয়ে নিজের কোচিং মিশন শুরু করলেন অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুসন। শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয়টা স্বস্তির হলেও ফিনিশিং নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে বাংলাদেশের। কোচ অস্কার ব্রুসন তাই শুরুর ম্যাচে জয় নিয়ে সন্তুষ্ট থাকতে পারছেন না।
বাংলাদেশের প্রথম ও সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর কেটে গেছে দেড় যুগ। মাঝের সাত আসরে সাফল্যের পাল্লায় কিছু ছিল না। এবারের মিশনে তাই সাফল্য পেতে মরিয়া বাংলাদেশ দল। ডাগআউটে গতকাল অভিষেক হওয়া কোচ অস্কার ব্রুসনও শিষ্যদের বার্তা দিয়েছেন আত্মবিশ্বাস নিয়ে খেলার। কোচের আস্থা রেখেছেন শিষ্যরা। নতুন কোচের অধীনে প্রথম ম্যাচ জয়ে রাঙিয়েছে বাংলাদেশ।
মালদ্বীপের রাজধানী মালে জাতীয় স্টেডিয়াম এদিন ‘বাংলাদেশ,বাংলাদেশ’ শব্দে মুখরিত ছিল। বলা চলে, অনেকটা ঘরোয়া পরিবেশেই খেলেছে বাংলাদেশ। পুরো ম্যাচে ৫৮ ভাগ সময় বল দখলে রেখে ২০টি আক্রমণ করে বাংলাদেশ। যার মধ্যে চারটি ছিল অনটার্গেটে শট। কিন্তু, একটি থেকেও গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। চিন্তা মূলত সেটা নিয়েই।
কোচ ব্রুসন বলেন, ‘আমি মনে করি, ম্যাচে আমাদের পুরো নিয়ন্ত্রণ ছিল এবং আমরা চেয়েছিলাম সেন্ট্রাল এরিয়া এবং প্রতিপক্ষের অর্ধে আধিপত্য করতে। প্রথমার্ধে শ্রীলঙ্কা বেশ নিচে নেমে ডিফেন্ডিং করেছে; সে সময় কিছু জায়গার নিয়ন্ত্রণ আমরা রাখতে পারছিলাম না। প্রথমার্ধের শেষ দিকে বাঁ-দিকের উইং দিয়ে আমরা কিছু ভালো সুযোগ তৈরি করেছিলাম। দ্বিতীয়ার্ধে ফরমেশন বদলে ৪-৪-২-এ খেলেছি, যাতে রক্ষণ জমাট রাখা যায়। জুয়েল রানাকে তুলে সাদউদ্দিনকে নামানোটা বেশ কাজে দিয়েছিল। ম্যাচ শেষের দিকে যত ঘনিয়ে এসেছে, ওদের চেয়ে আমাদের খেলোয়াড়দের শারীরিক শক্তি ও ধারাবাহিকতা আরও বৃদ্ধি পাচ্ছিল। আমি মনে করি, আমাদের একটাই চিন্তার জায়গা, সেটা ফিনিশিং এবং এটা পুরানো সমস্যা। দ্বিতীয়ার্ধে আমরা পাঁচ-ছয়টি সুযোগ তৈরি করেছি, কিন্তু কাজে লাগাতে পারিনি। সামনে এ দিকটা নিয়ে কাজ করতে হবে।’
নতুন কোচ আরও বলেন, ‘বাংলাদেশ খুব ভালো ফুটবল খেলতে পারে, ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারে এবং আমি মনে করি, আমরা খেলোয়াড়দের মধ্যে দারুণ একটা সমন্বয় করতে পেরেছি। যদি আমাদের মধ্যে আরও বেশি বোঝাপড়া থাকত, তাহলে প্রথম ম্যাচের ফল আরও ভালো হতো।’
বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। আগামী ৪ অক্টোবর একই মাঠে ভারতের বিপক্ষে লড়বেন জামাল-তপুরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।