ফুটবলারদের নিয়ে সন্তুষ্ট অস্কার ব্রুসন
নতুন কোচ অস্কার ব্রুসনের অধীনে সাফে দারুণ করছে বাংলাদেশ ফুটবল দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে রুখে দিয়েছে লাল-সবুজের দল। সবমিলে পয়েন্ট টেবিলে বাংলাদেশ ভালো অবস্থায় আছে। শিষ্যদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট কোচ অস্কার ব্রুসন। ম্যাচ শেষে স্বস্তির কথাই জানালেন এই স্প্যানিশ কোচ।
শক্তি-সামর্থ্য-র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে ভারত। সাফ চ্যাম্পিয়নশিপে এই দলটির বিপক্ষে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত দশ জনের দল নিয়েও ১-১ গোলে ড্র করে লাল-সবুজের দল। সুনীল ছেত্রি প্রথমার্ধে ভারতকে এগিয়ে নেওয়ার পর ৭৪তম মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান ইয়াসিন। জয়ের পর সংবাদ সম্মেলনের শুরুতেই ব্রুসন বলেছেন, ‘বাংলাদেশের ফুটবল এখনও জীবন্ত।’
এরপর নিজের সন্তুষ্টি নিয়ে কোচ বলেন, ‘দলের সিনিয়র ফুটবলারদের ওপর আমি খুবই সন্তুষ্ট। তারা দুর্দান্ত খেলেছে। আমরা দশ জন ছিলাম, এরপরও জেতার চেষ্টা করেছি। আমার ফুটবলারেরা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।’
ম্যাচের আগে থেকেই বাংলাদেশের চিন্তার কারণ ছিলেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রি। মূল লড়াইয়ে সে সুনীলকে আটকাতে পারেননি বাংলাদেশের ডিফেন্ডাররা। এ প্রসঙ্গে অস্কার বললেন, ‘সুনীল দুর্দান্ত খেলোয়াড়। বক্সের মধ্যে স্বল্প সময় ও জায়গা পেলে সে গোল করতে সক্ষম। সেটি আজও করেছে। আমরা তাদের বেশি সুযোগ দেইনি।’
সাফের ত্রয়োদশ আসরে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশের দুই ম্যাচে পয়েন্ট দাঁড়াল ৪। নিজেদের প্রথম ম্যাচের ড্রয়ে ১ পয়েন্ট ভারতের। আগামী ৭ অক্টোবর বাংলাদেশের তৃতীয় ম্যাচ। ওই ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল।