পুকুরে ভেসে উঠল বাবা, মা ও মেয়ের মরদেহ
খুলনার কয়রা উপজেলার বাঘালী ইউনিয়নের বামিয়া গ্রামের একটি পুকুর থেকে বাবা, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহতরা হলো- গ্রামের দিনমজুর হাবিবুল্লাহ গাজী (৩৬), তাঁর স্ত্রী বিউটি খাতুন (২৯) ও মেয়ে টুনি (১৪)।
আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মরদেহের শরীরে কোপের দাগ রয়েছে। তাদের কুপিয়ে হত্যা করে লাশ পুকুরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিদিনের মতো গতকাল সোমবার রাতে দিনমজুর হাবিবুল্লাহ গাজী স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজের বাড়িতে ঘুমিয়ে পড়েন। আজ সকালে তাদের ঘর তছনছ অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। ঘরে কাউকে না দেখে খোঁজাখুঁজি শুরু হয়।
পরে পুকুরে তিনজনের লাশ ভাসতে দেখা যায়। তখন স্থানীয়রা পুলিশের খবর দেয়। লাশের মাথা এবং শরীরে কোপের চিহ্ন এবং হাবিবুল্লাহর গলায়ও কোপের দাগ রয়েছে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ইউএনও অনিমেষ বিশ্বাস।