মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি আহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে সৈয়দ আলম (২৯) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা যায়, আশারতলী সীমান্তের জিরো লাইনে কাজ করতে গেলে বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি বর্ষণ করে মিয়ানমার বিজিপি। সোমবার দুপরে তাদের গুলিতে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে জয়নাল উদ্দিন (২১) মারা যান। রাতে আরো কয়েক দফায় সীমান্তের জিরো লাইনে গুলি ছোড়ে বিজিপি।
আজ মঙ্গলবার বিকেলেও আশারতলী সীমান্তের ৪৫ ও ৪৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় গুলি বর্ষণ করেছে বিজিপি। ওই সময় গুলিতে সৈয়দ আলম আহত হন। গুলিবর্ষণ অব্যাহত থাকায় ঘটনাস্থল থেকে সৈয়দ আলমকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদুল ইসলাম বলেন, নাইক্ষ্যংছড়ির আশারতলী সীমান্তে বিনা উসকানিতে গুলি ছুড়ছে বিজিপি। গতকাল সোমবার বিজিপির গুলিতে জয়নাল উদ্দিন নামে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। আজও সীমান্তের একই স্থানে বিজিপির গুলিতে সৈয়দ আলম নামের আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
ইউএনও আরো বলেন, আশারতলী সীমান্তে বিজিপির গুলিবর্ষণ এখনো অব্যাহত রয়েছে। এতে সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজারের সেক্টর কমান্ডার আনিসুজ্জামান জানান, আশারতলী সীমান্তে বিজিপি গুলি ছুড়েছে। এতে বাংলাদেশি এক নাগরিকের মৃত্যু হয়েছে।
আনিসুজ্জামান আরো বলেন, ‘গুলিবর্ষণের কারণ বুঝতে পারছি না। তবে বিজিপির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’