ফরিদপুরে ব্যাংক থেকে শিক্ষিকার সাড়ে ১০ লাখ টাকা চুরি
ফরিদপুর শহরের সোনালী ব্যাংক থেকে নাজমা বেগম (৪৮) নামের এক স্কুলশিক্ষিকার ১০ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ভুক্তভোগী ওই শিক্ষিকা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
আজ বুধবার দুপুরে শহরের ঝিলটুলীতে অবস্থিত সোনালী ব্যাংকের করপোরেট শাখায় এ ঘটনা ঘটে।
নাজমা বেগম ফরিদপুর সদরের গেরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুরের বেড়া গ্রামে।
জানা গেছে, আজ দুপুরের দিকে নাজমা বেগম সোনালী ব্যাংকের ওই শাখায় ১০ লাখ ৬০ হাজার টাকা তার হিসাবে জমা দিতে আসেন। এ সময় তিনি ক্যাশ জমা স্লিপ লেখার সময় তার পাশ থেকে এক যুবক কৌশলে টাকার ব্যাগটি চুরি করে নিয়ে সটকে পড়ে।
নাজমা বেগম জানান, প্রথমে আমি জমা স্লিপ লিখলে সেখানে টাকার পরিমাণ লেখা ভুল হওয়ায় পরে আবার নতুন করে স্লিপ লিখতে যাই। এ সময় এক ব্যক্তি টাকার ব্যাগটি চুরি করে নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ফরিদপুর সোনালী ব্যাংকের করপোরেট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, ‘এ ব্যাপারে ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’