কারও প্রতি অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে কিছু করে না এনটিভি
এনটিভি শুরু থেকেই দেশ ও জাতি গঠনে তার অঙ্গীকার পূরণে সচেতন ছিল। কিন্তু ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠনের পর থেকে ২৪ এর ৫ আগস্ট পর্যন্ত তাদেরকে স্বস্তির সাথে কাজ করতে দেওয়া হয়নি।
এনটিভি কারও প্রতি অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে কিছু করে না। যা কিছু সত্য, যা কিছু ভালো ও সমাজের জন্য কল্যাণকর তাই তারা ধারণ করে। আর অসত্য, মন্দ ও সমাজের জন্য ধ্বংসাত্মক কাজের বিরুদ্ধে তারা সোচ্চার। এই জন্য এনটিভি প্রিয় প্রচার মাধ্যম হিসেবে জনপ্রিয়তা পেয়েছে।
আগামীতেও সব অবস্থায় দেশ, দেশের মানুষ এবং মানুষের তাহযীব-তামাদ্দুনের প্রতি সম্মান প্রদর্শন করে ভালোবাসার অনন্য উচ্চতায় পৌঁছে যাবে এনটিভি— এই কামনা করি।
লেখক : আমির, জামায়াতে ইসলামী।