‘এমএম লাইভ সিঙ্গারস অব লাইফ-২০২০’ চ্যাম্পিয়ন সোহান
প্রায় চার মাসের কণ্ঠযুদ্ধ শেষে সেরা ১৫ জন প্রতিযোগীকে নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর ক্রাফট কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রথম গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘এমএম লাইভ সিঙ্গারস অব লাইফ ২০২০’-এর গ্র্যান্ড ফিনালে।
এ প্রতিযোগিতায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন বগুড়ার ছেলে সোহান। প্রথম রানারআপ হয়েছেন ঢাকার অর্থী, দ্বিতীয় রানারআপ কলকাতার সৌমিনী। জুরি পুরস্কার পেয়েছেন সিঙ্গাপুরের প্রতিযোগী আনোয়ার।
জমকালো এ আসরটি বসেছিল গত রোববার স্থানীয় সময় বিকেল ৫টায়। গ্র্যান্ড ফিনালেতে গান পরিবেশন করেন সর্বশেষ টিকে থাকা ১৫ প্রতিযোগী। তাদের পারফরমেন্স বিবেচনায় বিজয়ীদের নাম ঘোষণা করেন বিচারকরা।
বিচারকের আসনে ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী মো. খুরশিদ আলম, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সজীব কুমার দাশ। বাছাই পর্বে বিচারক হিসেবে ছিলেন আহমদ উবাইদুস সামি ও ফারহা নাজিয়া সামি।
গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি উদ্বোধন করনে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার লেবার কাউন্সিলর জহিরুল ইসলাম ও শ্রম কাউন্সিলর মো. হেদায়াতুল ইসলাম মণ্ডল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এমএম লাইভের প্রধান নির্বাহী জাফর ফিরোজ। সঙ্গীত পরিচালক ছিলেন তামিম রিফাত, প্রডাকশন ম্যানেজার ছিলেন কাজী রূম্পা রহমান, ডিরেক্টর অব ফটোগ্রাফিতে ছিলেন জাহিদুল ইসলাম শুভ, ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন জাইমা জাহিন নিধি। ধারণকৃত অনুষ্ঠানটি বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির দর্শকদের জন্য শিগগিরই দেখানো হবে।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এমএম গ্রুপের চেয়ারম্যান মামুন বিন আব্দুল মান্নান, জিয়া শিশু একাডেমির মহাপরিচালক ও এনটিভি দর্শক ফোরামের সম্মানিত উপদেষ্টা এম. হুমায়ুন কবির, মালয়েশিয়ান চলচ্চিত্র পরিচালক হারিথ হারুন, মাশা ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ আবুল বাসার, শিল্পপতি আলহাজ মকবুল হোসেন মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোশারফ হোসেন, হ্যামকো গ্রুপের ডিরেক্টর আব্দুল্লাহ আল মাহমুদ, ভেলুর মার্কেটিং এক্সিকিউটিভ সামসুল আলম শিকদার, ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপ্যাল ড. মাহমুদুর রহমান, ইউএস বাংলা এয়ার লাইন্সের অপারেশন ম্যানেজার মো. শহিদুল ইসলাম, রাশেদ বাদল ও শাহিন সরদার।
গ্র্যান্ড ফিনালেতে পারফর্ম করেছেন ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন দিতি সরকার ও রুনা রহমান এবং মালয়েশিয়ান শিল্পী নূর আজওয়া।
এবারের ‘এমএম লাইভ সিঙ্গারস অব লাইফ-২০২০’-এর চ্যাম্পিয়ন সোহান পেয়েছেন ১০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত (দুই লাখ টাকা)। পুরস্কার ছাড়াও এমএম লাইভ থেকে গান ও সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান প্রকাশ করা হবে।
প্রবাসী বাংলাদেশিদের প্রতিভা বিকাশ এবং বিনোদনের জন্য বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এমএম লাইভ।