চট্টগ্রাম সমিতি ভেনিসের কমিটি গঠন : সভাপতি বাবুল, সম্পাদক সুমন
বিশ্বের অন্যতম পর্যটন নগরী ইতালির ভেনিসে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রানি চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরবে বৃহত্তর চট্টগ্রাম সমিতি ভেনিস।
এ লক্ষ্যে ভেনিসে অবস্থানরত শতাধিক চট্টগ্রামবাসীর উপস্থিতিতে গত রোববার রাতে বৃহত্তর চট্টগ্রাম সমিতি ভেনিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতালি আসা পর্যটকদের মধ্যে চট্টগ্রামের পরিচিতি, কর্ণফুলী নদী, সাগর, বন্দর, টানেল, প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়-নদী ঘেরা প্রকৃতির অপরূপ সাজে সাজানো প্রাচ্যের রানির বৈশিষ্ট্য, বিশ্বের বৃহত্তম সমুদ্রসৈকত ও পতেঙ্গা সৈকতকে তুলে ধরার প্রয়াস নেবে প্রবাসীরা।
ভেনিসের মারঘেরা হোটেল কলম্বো হলে আয়োজিত এই কমিটি গঠন অনুষ্ঠানে অংশ নেন শতাধিক প্রবাসী। এতে সভাপতিত্ব করেন ইতালি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নুরুল কবির। স্বাগত বক্তব্য দেন পর্যটন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন ব্যবসায়ী ইসমাইল হোসেন সুমন। এ ছাড়া সমিতির সদস্য সচিব মোশারফ হোসেনসহ বক্তব্য দেন নজরুল ইসলাম, কফিল উদ্দিন, মোহাম্মদ সফিকুল আলম, মিজান খান ধনু, লিলিফা খানম, নাসির উদ্দিন, তসলিম উদ্দিন, নিজাম উদ্দিন, মো. শাহজাহান খান, মো. শাহাব উদ্দিন, শফিকুল আলম, নিক্কন বড়ুয়া ডালিম, বাবুল বড়ুয়া, সুজন বড়ুয়া, কাজল বড়ুয়া, আনোয়ার হোসেন, বাদল দত্ত, আহম্মদ নুর বাবুল, সরোয়ার আলম শাহীন, ইফতেখার আলম পারভেজ, আমান উল্ল্যাহ, আবু সুফিয়ান, ইয়োনা সুলতানা, জান্নাতুল ফেরদৌস রাখি, শিবলী বড়ুয়া, কনা বড়ুয়া ও সীমা বড়ুয়া।
সভা শেষে চট্টগ্রাম সমিতি ভেনিসের সভাপতি পদে জামাল নাসের বাবুল, জ্যেষ্ঠ সহসভাপতি কফিল উদ্দিন, ইসমাইল হোসেন সুমনকে সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফখরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মো. রায়হান খান পবিত্র কোরআন তিলাওয়াত, আশীষ বড়ুয়া গীতা পাঠ ও বাদল দত্ত ত্রিপিটক পাঠ করেন। সহসাংস্কৃতিক সম্পাদক শান্তা বড়ুয়ার পরিচালনায় পরে চট্টগ্রামের আঞ্চলিক গানের আসর হয়। এতে ইতালির বিভিন্ন শহরে অবস্থান করা শিল্পীরা অংশ নেন।
এর আগে বৃহত্তর চট্টগ্রাম সমিতি ভেনিসের নতুন কমিটির নেতৃবৃন্দ সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন প্রবাসীরা।