বিজয় দিবসের আয়োজনে খালেদা জিয়ার মুক্তি চাইল মালয়েশিয়া বিএনপি
মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বিএনপির মালয়েশিয়া শাখা। গত রোববার সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কেএলসিসিসংলগ্ন গীতাসলীতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব আলম শাহ, সহসভাপতি তালহা মাহমুদ, মোহাম্মদ শাখায়াত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান রতন তালুকদার, যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানসহ মালয়েশিয়া বিএনপির অঙ্গসংগঠনের নেতারা।
সভায় বক্তারা বলেন, ‘আজ আমাদের আনন্দ-উল্লাস করার কথা। আমাদের মাকে আমরা জেলে রেখে আনন্দ-উল্লাস করতে পারি না। বাংলাদেশের মানুষের মনে সে বিজয়ের আনন্দ নেই। এই ভোট ডাকাত সরকার গণতন্ত্র হরণ করার পাশাপাশি মানুষের সুখ-শান্তি কেড়ে নিয়েছে। খালেদা জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তায় সরকার ভয় পেয়ে বিনা অপরাধে জেলে রেখেছে। শেখ হাসিনার মনে রাখতে হবে, ক্ষমতা চিরস্থায়ী নয়। যাঁর স্বামী মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তাঁরই সহধর্মিণী খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। আর বেশি দিন নয়, জেলের তালা ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করে আনবে জিয়ার সৈনিকরা।’
সমাপনী বক্তব্যে মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বলেন, ‘ফ্যাসিবাদী সরকারকে আন্দোলন ছাড়া হটানো যাবে না। খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের বিকল্প নেই। তাই মহান বিজয় দিবসের শপথ নিয়ে খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করে আনার অঙ্গীকার ব্যক্ত করুন।’
আলোচনা শেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।