মালয়েশিয়ার জোহর প্রদেশ আওয়ামী লীগের আলোচনা সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মালয়েশিয়ার জোহর প্রদেশ কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে আওয়ামী লীগ। স্থানীয় সময় গত রোববার সন্ধ্যায় প্রদেশের রাজধানী জোহর বারুর হোটেল নিউইয়র্ক বলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রদেশ আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ফাহিম প্রধান।
জোহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম আমিন ও কবি সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা। প্রধান বক্তা ছিলেন জোহর আওয়ামী লীগের সহসভাপতি এস এম আহমেদ। বিশেষ বক্তা ছিলেন আরেক সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বাবু। শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম এজাজ।
এ ছাড়াও বক্তব্য দেন আইন বিষয়ক সম্পাদক মিয়া মোহাম্মদ রাজীব, প্রচার সম্পাদক রুবেল রানা, সাংস্কৃতিক সম্পাদক সুমন, সহসাধারণ সম্পাদক এমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরজু শেখ জনি, মোহাম্মদ শারফিন, ফরহাদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক ইসরাফুল আল শামীম, নুরুজ্জামান বেপারী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধকালে পাকিস্তানের নির্জন কারাগারে বন্দি ছিলেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভের পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায়। বঙ্গবন্ধুর ফলে আজ আমরা স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি। বিশ্বের দরবারে মাথা উঁচু করে কথা বলতে পারি। বঙ্গবন্ধুর ফলে আজ বাংলাদেশকে সবাই এক নামে চিনে। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা বলেন, শেখ হাসিনার উন্নয়ন এখন বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে পরিচিত।
পরে মোহাম্মদ ফাহিম প্রধানকে সভাপতি, শাহজাহান আলী আহমেদকে সহসভাপতি, মোহাম্মদ তরিকুল ইসলাম আমিনকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ শামীম এজাজকে সাংগঠনিক সম্পাদক, আব্বাস আলীকে দপ্তর সম্পাদক, শাকিল দেওয়ানকে কোষাধ্যক্ষ করে জোহর প্রাদেশিক কমিটির আংশিক নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম রেজাউল করিম রেজা।
মোনাজাত পরিচালনা করেন জোহর বারু বাংলা মসজিদের ঈমাম মাওলানা নুরুন্নবী।