মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালিত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিনটি স্মরণে স্থানীয় সময় আজ শনিবার কুয়ালালামপুর হাংতুয়ার মসজিদ আল বোখারিতে বেলা ১১টা থেকে কোরআনখানি ও দরুদ শরিফ পড়া শুরু হয়। এর পর দুপুর দেড়টায় স্থানীয় বিভিন্ন এতিমখানা থেকে আগত এতিম ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। বেলা আড়াইটার দিকে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর কোকোর বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকো ও সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করা হয়। সেইসঙ্গে খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।
মোনাজাত পরিচালনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ।
সংগঠনের সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার মির্জা খোকন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি মালয়েশিয়ার সহসভাপতি তালহা মাহমুদ, সহসাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, সিরাজুল ইসলাম মাহমুদ, এস এম মোয়াজ্জেম হোসেন নিপু, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম রতন, সহদপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির, অর্থবিষয়ক সম্পাদক এ কে এম ফজলুল হক স্বপন, সহ-অর্থবিষয়ক সম্পাদক আবুল কালাম, তথ্য ও আর্কাইভ সম্পাদক ফরহাদ হোসেন পলাশ, মো. জসিম উদ্দিন, যুবদল সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, সহসভাপতি মঞ্জু খাঁ, সহসাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম মুরাদ, মো. রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, কাম্পুং জাওয়া বিএনপি সভাপতি মো. আবু সাইদ বাবুল, আনোয়ার হোসেন সেলিম, শেখ আসাদুজ্জামান মাসুম, মো. জাহাঙ্গীর হাওলাদার, মো. আবুল বাশার, আবু কাওছার ভুঁইয়া, হেলাল শিকদার, মো. আলম চান, সিঙ্গাপুর স্বেচ্ছাসেবক দলের মো. আবদুর রহিম বিপ্লব, মো. জোবায়েত সরকার, মো. আবুল হোসেন, ইসমাইল হোসেন, খোকন ভুঁইয়া, আনোয়ার পারভেজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান আরাফাত রহমান কোকো। ২৭ জানুয়ারি তাঁর লাশ দেশে নেওয়া হয়। এরপর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে লাশ দাফন করা হয়।