মালয়েশিয়ায় বিএসইউএমের ‘বিজয় ট্যুর’ অনুষ্ঠিত
মালয়েশিয়াস্থ বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন- মালয়েশিয়ার (বিএসইউএম) উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় ট্যুর’ অনুষ্ঠিত হয়েছে।
বিএসইউএমের সভাপতি ড. ফয়জুল হকের তত্ত্বাবধায়নে ও জ্যেষ্ঠ সহ-সভাপতি জহিরুল ইসলামের পরিচালনায় এ শিক্ষাসফর অনুষ্ঠিত হয়। এ সফরে মালয়েশিয়ায় অধ্যয়নরত ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে পেট্রোনাস টুইন টাওয়ারে একত্রিত হন। সেখান থেকেই তাঁরা চারটি বাসে করে রওনা হন। এরপর শিক্ষার্থীরা মালয়েশিয়ার ঐতিহাসিক শহর মালাকার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা ও সমুদ্র সৈকত ভ্রমণ করেন। পাশাপাশি বিভিন্ন রকম আনন্দ আয়োজনের ব্যবস্থা করা হয়।
এ সময় শিক্ষা সফরের আয়োজক কমিটির সহ-সভাপতি জাফর ফিরোজ, মুহিব্বুল্লাহ, শরীফ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাওহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএসইউএমের জ্যেষ্ঠ সহ-সভাপতি জহিরুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা যারা বিদেশে পড়াশোনা করছি। আমরা সবাই একটি পরিবারের মতো। বিদেশে থেকেও দেশ এবং স্বাধীনতাকে স্মরণ করে আমাদের এই আয়োজন। আমরা ক্যারিয়ার গঠনে সহায়তার পাশাপাশি বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাই, স্বাধীনতার পক্ষে কাজ করতে চাই। তারই অংশ হিসেবে আমাদের এই আয়োজন। এই ট্যুরে অংশ নিয়ে সবাই খুবই উপভোগ করেছে। এমন উদ্যোগ আরো বেশি বেশি নেওয়ার অনুরোধ জানাচ্ছি। দিনশেষে এই হাসিমুখগুলোই আমাদের প্রাপ্তি।’
বিএসইউএমের সভাপতি ড. ফয়জুল হক এমন আয়োজনে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএসইউএম মালয়েশিয়ায় অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের একাডেমিক এবং নন-একাডেমিক দক্ষতা বৃদ্ধির জন্য সব ধরনের আয়োজন করে আসছে; ভবিষ্যতেও করবে। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সবাইকে একই ছাতার নিচে এনে নিজেদের গঠন ও দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানানোই আমাদের উদ্দেশ্য।’
ড. ফয়জুল হক আরো বলেন, ‘এ সংগঠন মালয়েশিয়ায় অবস্থানরত সব মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠন। সব জাতি, গোত্র, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল ও মতের সম্মিলিত এক মিলনমেলা। যেখানে আমাদের সবার একটাই মহান পরিচয় আমরা বাংলাদেশি, বাংলাদেশ আমাদের গর্ব। এ দেশের সম্মান ও ভাবমূর্তি রক্ষায় আমরা সবাই এক ও একতাবদ্ধ।’