মালয়েশিয়ায় বেস্ট কালচারাল এন্টারটেইনিং অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ
মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (আইআইইউএম) আয়োজিত গ্লোবাল উম্মাটিক ফেস্টিভ্যাল উইকের (২০১৯) বেস্ট কালচারাল এন্টারটেইনিং অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশ।
মালয়েশিয়ার অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয় আইআইইউএম আয়োজিত আন্তর্জাতিক এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, নাইজেরিয়া, সোমালিয়া, তুরস্ক ও চীনসহ বিশ্বের ৫০টি দেশের শিক্ষার্থীরা অংশ নেন।
পাঁচ দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের দৃষ্টিনন্দন দেশীয় নাচ-গান পরিবেশনা উপস্থিত সবার নজর কাড়ে।
এ ছাড়া স্টল সাজিয়ে নিজ দেশের সংস্কৃতি, সামাজিক ঐতিহ্য, লোকশিল্প, দেশীয় খাবার, রেলগাড়িসহ নানা সামগ্রী প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।
একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থী রাইয়ুন নাউফা আকবরের পাঁচ মিনিটে মানসিক স্বাস্থ্য বিষয়ের ওপর অসাধারণ স্প্রে পেইন্টিং সবাইকে তাক লাগিয়ে দেয়।
এ উৎসবের সিস্টার্স নাইটে দেশীয় সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করে সব দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে নিয়েছে বাংলাদেশি মেয়েরা।
আন্তর্জাতিক পরিমণ্ডলে বালাদেশের সংস্কৃতিকে তুলে ধরায় শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
জমকালো এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজ দেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি বিশ্বমঞ্চে লাল-সবুজের বাংলাদেশকে তুলে ধরতে পেরে খুশি বাংলাদেশি শিক্ষার্থীরা।
মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে বর্তমানে প্রায় ১০ হাজার বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত। যার মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার।