মালয়েশিয়ায় ভাষা দিবসে নাচবেন চার শিক্ষার্থী
মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মালয়েশিয়া এনটিভি দর্শক ফোরাম ও বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার ( বিএসইউএম) উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে দেশের গানে নৃত্য পরিবেশন করবেন মালায়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি চার শিক্ষার্থী। তারা হলেন সেগি ইউনিভার্সিটির শিক্ষার্থী তাব্বসুম মোস্তফা অথৈ, মোনাস ইউনিভার্সিটির প্রমুগ্ধা চৌধুরী মম, এফটিএমএস শিক্ষার্থী তাহসিন পারভীন তাসিকা ও আইইউকেএল শিক্ষার্থী নদী রহমান। এরা সবাই ভালো ছাত্র এবং পেশাদার নৃত্যশিল্পী।
অনুষ্ঠান প্রসঙ্গে তাঁরা এনটিভি অনলাইনকে জানান, পৃথিবীর কোনো জাতি বাংলা ভাষার জন্য রক্ত দেয়নি, শুধুমাত্র বাঙালি জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে। বাংলা ভাষার শহীদদের প্রতি সম্মান জানিয়ে সারা বিশ্বে বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে, এটি সত্যি আমাদের জন্য গর্বের বিষয়। তাছাড়া প্রবাসে এমন একটি অনুষ্ঠান এনটিভি দর্শক ফোরাম আয়োজন করেছে সত্যি তারা প্রশংসার দাবি রাখে। এমন একটি অনুষ্ঠানে পারফর্ম করব সত্যি ভালো লাগছে। আমরা চেষ্টা করব অনুষ্ঠানটি যাতে সুন্দর হয়। আমাদের নাচের মাধ্যমে গ্রাম-বাংলার ইতিহাস ঐতিহ্য, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করব।
এই অনুষ্ঠানে চার শিক্ষার্থী ছাড়া মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পারফর্ম করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।