রিয়াদে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দুই নেতার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
সৌদি আরবের রিয়াদে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দুই নেতার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর খান ও রিয়াদ মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। বিদায়ী সম্মাননা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুস সালাম।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. আব্দুস সালাম। অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক সিকান্দার চৌধুরী।
দুই বিদায়ী অতিথি রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. সারোয়ার জাহান সাচ্চু ও রিয়াদ মহানগর কমিটির সভাপতি এটিএম সৈয়দ জিয়াউদ্দিনকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সম্মাননা জানান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটি, মহানগর কমিটি ও আল-খারজ কমিটির নেতাকর্মীরা।
সংগঠনের সভাপতি মো. আব্দুস সালাম সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রযাত্রায় সবাইকে শক্তিশালী পদক্ষেপ নিতে বিশেষ অনুরোধে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।