রিয়াদে শ্যাডোর ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/07/28/riyed-.jpg)
সৌদি আরবের রিয়াদে সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্যাডোর ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি হওয়া এই অনুষ্ঠানে প্রবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিদের শ্যাডোর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন শ্যাডোর অন্যতম শীর্ষ কর্তা ও উপদেষ্টা সালাহউদ্দিন, বিপ্লব দেওয়ান ও আরিফুর রহমান কুদ্দুস। সার্বিক সহায়তা করেন মমতাজ উল আলম তাজ ও আরাফাত দেওয়ান তানাজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইয়াকুব আলী।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/07/28/riyed.jpg)
নাচ, গানসহ ঈদ আনন্দে ভরপুর অনুষ্ঠানে সমাজের রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাহিত্য অঙ্গনের গুণীজনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিদের শ্যাডোর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে রোজানা, তন্নি, ওয়াফা মারিয়মদের নাচের প্রশংসা করেন অনুষ্ঠানে আসা সব দর্শক। রিয়াদের জনপ্রিয় শিল্পী জাভেদ, ইমরান, বাপ্পি, ইউসুফ, তালুকদার হারুন, ডা. নন্দিনীসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা গান গেয়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন।
বিশেষ পুরস্কারে ভূষিত করে শ্যাডো সমাজের বিশিষ্ট নাগরিক রিয়াদের ঢাকা মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন, ব্যবসায়ী তালুকদার হারুন রশিদ, এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, ফয়সাল সিসি টিভির এমডি মো. ফয়সাল ও রাজনীতিবিদ ইসকান্দারকে।