সিঙ্গাপুরের ব্যবসায়ী কবিরের অর্থায়নে ১০০ পরিবারকে ঈদ উপহার

Looks like you've blocked notifications!
হতদরিদ্র ১০০ পরিবারকে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ। ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরের ব্রুকলিনজ স্টেইনলেস স্টিল প্রাইভেট লিমিটেড ও এসজি ওয়ে পিটি লিমিটেডের সিইও কবির হোসেনের অর্থায়নে গতকাল বুধবার নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের গরিব, অসহায় ও হতদরিদ্র ১০০ পরিবারকে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন সিঙ্গাপুরপ্রবাসী সাংবাদিক রাশিদুল ইসলাম জুয়েল।

সিঙ্গাপুরে সর্বোচ্চ সম্মানিত পুরস্কার ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কবির হোসেন। ২০২০ সালের ১৬ অক্টোবর দেশটির প্রেসিডেন্ট ভবন ইস্তানার বলরুমে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। এ সময় দেশটির সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকুবের হাত থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন কবির। তিনটি নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে ‘পিপল অব গুড’ ক্যাটাগরিতে তাঁকে এ অ্যাওয়ার্ডটি দেওয়া হয়।

কবির হোসেন ১৯৮১ সালের ৪ জানুয়ারি কুমিল্লা জেলার চান্দিনার সাইকোটে জন্মগ্রহণ করেন। স্ত্রী নূরিয়া বেগম সিঙ্গাপুরিয়ান ভারতীয় বংশোভূত মুসলিম। পাঁচ বছরের এক ছেলে আমির ইহসান ও এক মেয়ে যোয়াকে নিয়ে সিঙ্গাপুরের বেন্ডামিরে বসবাস করছেন।