২১ ফেব্রুয়ারি উপলক্ষে কানাডার এডমন্টনে প্রবাসী বাংলাদেশিদের রক্তদান কর্মসূচি
কানাডার আলবার্টা অঙ্গরাজ্যের এডমন্টন শহরে রক্তদান সেবাকেন্দ্রে রক্তদান কর্মসূচির আয়োজন করেছেন সেখানকার প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীরা।
২১ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পরদিন শনিবার যৌথভাবে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব এটমন্টন (বিসিএই) এবং আলবার্টা ইউনিভার্সিটি বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বাসুয়া) এ আয়োজন করে।
বিসিএই সভাপতি এইচ এম আশরাফ আলী ও বাসুয়া সভাপতি শফিকুল ইসলাম জনির উপস্থিতিতে এদিন বেলা ১১টায় কর্মসূচি শুরু হয়। শনিবার দুপুর ২টা পর্যন্ত তা চলে।
এর আগে এক মাসেরও বেশি সময় ধরে ই-মেইলে, ফোন করে ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিএই সদস্যদের রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, রক্তদান কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য যাঁরা শহীদ হন, সেসব বীরকে স্মরণ ও শ্রদ্ধাজ্ঞাপন।
আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বাংলা ভাষার গুরুত্ব অনুধাবন এবং সেখানে বসবাসরত বাংলাদেশিদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে চান আয়োজকরা। প্রবাসে বাংলাদেশি-কানাডীয় হিসেবে স্বতন্ত্র পরিচয়ের ধারণ ও লালন করতে চান তাঁরা।
আয়োজকদের ভাষ্যমতে, রক্তদান একটি মহৎ কাজ। একজন রক্তদাতা একসঙ্গে তিনজনের জীবন বাঁচাতে অবদান রাখতে পারেন। বিসিএই এবং বাসুয়ার কার্যনির্বাহী কমিটি রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়া সব প্রবাসী বাংলাদেশিকে ধন্যবাদ জানান।