মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপির মালয়েশিয়া শাখা।
এ উপলক্ষে মঙ্গলবার মালয়েশিয়ার স্থানীয় সময় বাদ জোহর কুয়ালালামপুরের হাংতুয়া মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে পবিত্র কোরআনখানি তিলাওয়াত ও দরুদ শরিফ পড়া হয়।
জহুরের নামাজ শেষে মরহুম আরাফাত রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ রাজু। মোনাজাতে আরাফাত রহমান ছাড়াও খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
আরাফাত রহমানের মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন, ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব আলম শাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররাফ হোসেন, জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান, সহসভাপতি হাজি জাকিরুল আলম, সেলিম ভূঁইয়া, আব্দুল জলিল লিটন, সহসাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম (রতন), যুববিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম খান, স্বেচ্ছাসেবক সম্পাদক মো. হাবিবুর রহমান তালুকদার (রতন), স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সহসাংগঠনিক আবদুল আজিজ, প্রবাসীকল্যাণ সম্পাদক মঞ্জু খান, তথ্যপ্রযুক্তি ও আর্কাইভ সম্পাদক এম ফরহাদ হোসেন, প্রকাশনাবিষয়ক সম্পাদক এম ডি মামুন, সহদপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির, সহ-যুববিষয়ক সম্পাদক আহম্মেদ হোসেন সাগর, সহ-অর্থ সম্পাদক এম এ কালাম, সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক খন্দকার মোস্তাক আহম্মেদ প্রমুখ।
গত ২৪ জানুয়ারি ২০১৫ মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান জিয়াউর রহমান ও খালেদার জিয়া ছোট ছেলে আরাফাত রহমান কোকো। ২৭ জানুয়ারি তাঁর লাশ দেশে নেওয়া হয়। এরপর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে কোকোকে দাফন করা হয়।