মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস পালন বিএনপির
নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে মালয়েশিয়ার জোহর প্রদেশ বিএনপি।
দিবসটি উপলক্ষে গতকাল রোববার জোহর বারুর বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোহর প্রদেশ শাখা বিএনপির সভাপতি এম জে আলম। এ সময় তিনি বলেন, ‘স্বাধীনতার এত বছর পর এসে আজ প্রশ্ন জাগে আসলে কি আমরা স্বাধীন? এমন দেশ দেখার জন্যই কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম? যদি স্বাধীন-ই হতাম তাহলে আজ একটি স্বাধীন রাষ্ট্রের রিজার্ভ ফান্ড থেকে হাজার কোটি টাকা গায়েব হয়ে যাবে কিন্তু প্রতিবাদ করা যাবে না।’
এম জে আলম বলেন, ‘যদি আমরা স্বাধীন হতাম তাহলে বিরোধী দলের নেতাকর্মীদের এভাবে গুম, খুন, হত্যা নির্যাতন করা হতো না। বাংলাদেশে একটা দলের মানুষের জন্যই শুধু স্বাধীনতা আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ।’ তারা (আওয়ামী লীগ) গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি সব করবে, অথচ বিরোধী মতের কেউ সেটার প্রতিবাদ করতে পারবে না। এটাই কি স্বাধীনতা প্রশ্ন রাখেন তিনি।
বিএনপি নেতা বলেন, ‘সত্যিকার অর্থেই একটি স্বাধীন দেশ গড়ে তুলতে এবং গণতন্ত্রের জন্য মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু এখন গণতন্ত্র নেই। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হতে হবে।’
প্রবাসী বিএনপির এই নেতা আরো বলেন, জীবনের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা আজ বিপন্ন প্রায়। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে আবারও রাজপথে নামতে হবে। এই সরকারকে হঁটাতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জোহর প্রদেশ বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক, এম এ মান্নান, সহ-সভাপতি মোস্তফা হোসেইন, সাংগঠনিক সম্পাদক মোজিল্লাল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জোহর প্রদেশ আঞ্চলিক শাখা বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।