মক্কায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/03/photo-1496497107.jpg)
সৌদি আরবের মক্কায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে মক্কা মহানগর বিএনপি।
মক্কার একটি কমিউনিটি সেন্টারে গত বুধবার স্থানীয় সময় রাত ৮টায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মক্কা মহানগর বিএনপির সদস্য সচিব সামসুদ্দোহা মাহমুদ।
মক্কা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এইচ এম পারভেজ মৃধার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মজহারুল ইসলাম সফিক। তাঁকে ধানের শীষ প্রতীকযুক্ত শো-পিস উপহার দেন মক্কা মহানগর বিএনপির নেতারা।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মো. মিরাজ। বক্তব্য দেন মক্কা যুবদলের সভাপতি আমিনুল ইসলাম মামুন, বিএনপির আজিজিয়া শাখা কমিটির সভাপতি ফয়েজুর রহমানসহ নেতারা।
বক্তারা বলেন, আজ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের পথে, মানবাধিকার ভুলুণ্ঠিত। মানুষের ভোট দেওয়ার অধিকার নেই, কথা বলার অধিকার নেই। আসুন আমরা দেশ ও বিদেশের সবাই জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে নতুন করে উজ্জীবিত হই। দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশবাসী সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ বিনির্মাণ করবে।
পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। সভায় মক্কা বিএনপি পরিবারের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।