বিএনপি জাপান শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাপানে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।
গত রোববার জাপানের রাজধানী টোকিও শহরের কিতা-কুর ওজি হোকুতোপিয়ার স্কাই হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি জাপান শাখা ও এর সহযোগী সংগঠনের নেতা ছাড়াও জাপানপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা এতে অংশ নেন।
বিএনপি জাপান শাখার সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তাঁর হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা এসেছে।
অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে মোফাজ্জল হোসেন, কাজী এনামুল হক, আলমগীর হোসেন মিঠু, শেখ আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন মোল্লা, ড. জাকির হোসেন মাসুম, ফয়সাল সালাহউদ্দীন, নূর খান রনি, কাজী সাদেকুল হায়দার বাবলু, মোজাহিদুর রহমান জুয়েল, জুয়েল পাঠান, কাওসার খান, সাফি রায়হান, রাজীব জামান, ওমর ফারুক রিপন, মাসুদ পারভেজ, মাসুদ আলম, শফিক, ইমন, জব্বার, মনির হোসেন, মোর্শেদ আজাদ, ড. লুৎফর রহমান, হাসানসহ অংশ নেন।
ইফতারের আগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।