মালয়েশিয়ায় বরিশাল সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
মালয়েশিয়ায় বরিশাল সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুর বুকিত বিনতাং রসনা বিলাস রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এস এম রহমান পারভেজ। সহপ্রচার সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্যে দেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, যুবলীগের আহ্বায়ক তাজকির আহমদ, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শাহ আলম হাওলাদার, বি-বাড়িয়া সমিতির সভাপতি নাজমুল ইসলাম বাবুল, বরিশাল সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মজনু খান, মজনু মুন্সী, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, শফিউল বাশার, সহসভাপতি বাদল হাওলাদার, চাঁদপুর সমিতির সভাপতি সেলিম, গোপালগঞ্জ সমিতির সভাপতি শওকত হোসেন তনু, ফেনী সমিতির সাধারণ সম্পাদক মনসুর আল বাশার সোহেল, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমাদুল কবির।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শফিকুল ইসলাম খান, আবু হানিফ, বাদল কারার, শাহাদাত হোসেন লিটন, কাউসারসহ মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটির ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশবাসী ও প্রবাসীদের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।