প্রবাসীদের নিয়ে মালয়েশিয়া হাইকমিশনের ওপেন হাউস ডে
প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন আয়োজন করেছিল ওপেন হাউস ডে।
ঈদুল আজহার দ্বিতীয় দিন গতকাল শনিবার মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহ. শহীদুল ইসলামের বাসভবনে সন্ধ্যা ৭টায় শুরু হয় ওপেন হাউস ডে। চলে রাত ৯টা পর্যন্ত।
ওপেন হাউস ডে'তে রাজনীতিক, সাংবাদিক, সুশীল সমাজ ও প্রবাসী বিভিন্ন পেশাজীবীরা রাষ্ট্রদূতের বাসভবনে জড়ো হন। অতিথিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং সবার খোঁজখবর নেন হাইকমিশনার ও তাঁর সহধর্মিণী শাহনাজ ইসলাম। প্রবাসীরাও নিজেদের সুখ-দুঃখের কথা রাষ্ট্রদূতের সঙ্গে ভাগাভাগি করেন।
ওপেন হাউস ডে'তে মাংস, মোরগ রোস্ট, বিরিয়ানি, সেমাই, ফিরনি, হালুয়াসহ বিভিন্ন বাঙালি খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করেন হাইকমিশনার।
হাইকমিশনার বলেন, ঈদের আনন্দ ভাগ করে নিতেই মূলত এ আয়োজন। প্রবাসী বাংলাদেশিদের একসঙ্গে পেয়ে অনেক ভালো লাগছে। উপস্থিত সবাইকে পেয়ে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, ‘প্রবাসীদের নিয়েই আমার কাজ। দূতাবাস সব সময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।’
সারা বিশ্বে পরিশ্রমী জাতি হিসেবে বাংলাদেশিদের বিশেষ মর্যাদা রয়েছে উল্লেখ করে শহীদুল ইসলাম বলেন, শ্রমিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টি লক্ষ রাখার দায়িত্ব যেমন সরকারের, তেমনি সবার ওপরই কিছু না কিছু দায়িত্ব বর্তায়। মালয়েশিয়ায় কর্মরত অন্যান্য দেশের নাগরিকদের তুলনায় এ দেশের আইন কানুন, নিয়ম, শৃঙ্খলা মেনে চলার ব্যাপারে আলাদা অবস্থান তৈরি করেছে বাংলাদেশিরা।
প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি তৈরি করতে হলে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান হাইকমিশনার।
ওপেন হাউস ডে'তে উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করার সময় হাইকমিশনার শহীদুল ইসলাম বলেন, ‘লেখনীর মাধ্যমে জাতি অনেক কিছু জানতে পারে। আপনাদের সহযোগিতা দূতাবাসও কামনা করে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ, ডিফেন্স উইং এয়ার কমোডর হুমায়ূন কবির, মিনিস্টার পলিটিক্যাল মো. রইছ হাসান সারোয়ার, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মশিউর রহমান তালুকদার, ফার্স্ট সেক্রেটারি এস কে শাহীন, ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল, দ্বিতীয় সচিব শ্রম মো. ফরিদ আহমদ।
এ ছাড়া বাংলাদেশ কমিউনিটি সভাপতি এস এম রহমান পারভেজ, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ কামরুজ্জামান কামাল, মুক্তিযোদ্ধা হাজি মতিউর রহমান, শওকত হোসেন পান্না, আওয়ামী লীগের সহসভাপতি আবদুল করিম, কাইয়ূম সরকার, আক্তার হোসেন, মনির বিন আমজাদ, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, শাখাওয়াত হক জোসেফ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আক্তার হোসেন গাজী, মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবলা মজুমদার।
আরো উপস্থিত ছিলেন আশফাকুল আলম ব্রাউন সোহেল, রেজাউল হক লায়ন, মাহমুদ, মাহবুবুল আলম রুবেল, মাহবুবুল আলম কাজল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল হাসান, সাধারণ সম্পাদক মোনায়েম খান, সিনিয়র সহসভাপতি জালাল উদ্দিন সেলিম, সহসভাপতি সাইদুর রহমান সরকার, আল-মামুন জেমস, এস এম হারুনূর রশিদ, সাওন আহমেদ, ময়নূল ইসলাম, শ্রমিক লীগের সহসভাপতি শাহ আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমুখ।