খালেদার জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে স্পেনে বিক্ষোভ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/10/10/photo-1507652613.jpg)
বিএনপির চেয়ারপারসন খালেদার জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তাররি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্পেন বিএনপি। গতকাল বিএনপির সম্মেলেন প্রস্তুতি কমিটির উদ্যোগে কমিটির আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। যুগ্ম আহ্বায়ক সোহেল ভূঁইয়ার পরিচালনায় এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সদস্য সচিব রিয়াজ উদ্দিন লুৎফর, সাবেক উপদেষ্টা বশির আহমেদ, নির্বাচন কমিশন সদস্য নাজমুল ইসলাম নাজু, সাবেক যুগ্ম সম্পাদক আবুবকর, যুগ্ম আহ্বায়ক মিল্টন ভূঁইয়া কচি, এস এম মনির আহমেদ, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আনোয়ারুল আজিম, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জসিম উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক হেমায়েত খান, প্রথম যুগ্ম সম্পাদক ছানুর মিয়া সা'দ, জাসাস নেতা এ এস আসলাম, সুমন পলাশ, দেলওয়ার হুসেন, স্বাধীন ও ইসমাইল।
সমাবেশে খোরশেদ আলম বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে এবং খালেদা জিয়ার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।