মক্কায় তারেক রহমানের জন্মবার্ষিকী পালন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সৌদি আরবে মক্কায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মক্কা প্রাদেশিক স্বেচ্ছাসেবক দল।
গত ২১ নভেম্বর রাত ৮টায় মক্কা নগরীর কাকিয়ায় এসব কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মক্কা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সভাপতি গাজী কামাল। সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কাউছারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মক্কা বিএনপির সভাপতি খন্দকার হেলাল। প্রধান বক্তা ছিলেন মক্কা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী।
সভায় বক্তব্য দেন মক্কা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নুরুল হক, মক্কা বিএনপির সিনিয়র সহসভাপতি জহির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন ও মক্কা বিএনপির উপদেষ্টা দেলোয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বরাজনীতির সঙ্গে দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের চলমান রাজনীতি ও আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে তারেক রহমানই বিশ্বনেতার আসনে সমাসীন হয়েছেন।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। আলোচনা শেষে কেক কাটা হয়। সভায় মক্কা বিএনপি পরিবারের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।