স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বিজয় দিবস উদযাপিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/12/20/photo-1513764010.jpg)
স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন মাদ্রিদ ইন স্পেনের উদ্যোগে বিজয় দিবস উদযাপন করেছে প্রবাসী বাঙালিরা। বিজয় দিবসের অনুষ্ঠানটি গত রোববার অ্যাসোসিয়েশনের নিজস্ব হল রুমে আয়োজন করা হয়েছিল। এই আয়োজন ছিল মূলত প্রবাসে বেড়ে উঠা শিশু কিশোরদের নিয়েই।
অনুষ্ঠানের প্রথম পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং চতুর্থ পর্বে বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এর পরে বিজয় দিবস ক্রিকেট-২০১৭ তে বিজয়ী দল হিসেবে ঢাকা ফ্রুটাস স্পোর্টিং ক্লাবের হাতে চ্যাম্পিয়ান ট্রফি এবং রানার্স আপ ট্রফি বি-বাড়িয়ার হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কমিউনিটির জেলা পর্যায়ের শীর্ষ ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজি এনায়েতুল করিম তারেক, আল মামুন,দুলাল সাফা, এ কে এম জহিরুল ইসলাম,আব্দুল কায়ুম মাসুক, আবুল খায়ের প্রমুখ।