মালয়েশিয়ার বুক অব রেকর্ডসে বাংলাদেশি বিজ্ঞানী
প্রথম বাংলাদেশি হিসেবে মালয়েশিয়ার বুক অব রেকর্ডসে নাম লেখালেন তরুণ বিজ্ঞানী এম এ হামিদ। মালয়েশিয়ার সবচেয়ে বড় মশা মারার যন্ত্র তৈরির স্বীকৃতি হিসেবে চট্টগ্রামের ছেলে হামিদ এই রেকর্ডের অধিকারী হন।
গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টায় কুয়ালালামপুরের চেরাসে টুফ্যাম ব্রাদার্স আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে 'মালয়েশিয়া বুক অব রেকর্ডস' কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা নুর আশিকিনী রামলি প্রবাসী বাংলাদেশি এম এ হামিদের হাতে রেকর্ডসের সনদ তুলে দেন।
এ সময় অনুষ্ঠানের আয়োজক টুফ্যাম ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক রতন সেন ও টুফ্যাম ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ উদ্দিন মিরান, বিকে সুরিয়ার ব্যবস্থাপনা পরিচালক রাফিদা রামলিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সনদে বিজ্ঞানী হামিদের তৈরি মশা মারার এই বৃহৎ গোলাকার বৈদ্যুতিক যন্ত্রটির উচ্চতা ৬.৩৪ মিটার ও প্রস্থ ৩.০৪ মিটার বলে উল্লেখ করা হয়। এটি মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় মশা মারার যন্ত্র।