ভ্যালেন্টাইনস কনসার্টে সিডনিতে শিল্পী তাহসান ও মিনার
ভ্যালেন্টাইনস কনসার্ট সামনে রেখে অস্ট্রেলিয়ার সিডনি এসে পৌঁছেছেন এ সময়ের জনপ্রিয় দুই তারকা তাহসান ও মিনার। সঙ্গে থাকছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব।
স্থানীয় সময় ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের সায়েন্স থিয়েটারে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
কনসার্ট সম্পর্কে দর্শকদের আগ্রহের কথা জানতে চাইলে অনুষ্ঠানের আয়োজক শাহরিয়ার বলেন, বছরের শুরুতে প্রথম বাংলাদেশি শিল্পীদের নিয়ে কনসার্ট হওয়ায় দর্শকদের মধ্যে একটি বাড়তি আনন্দ কাজ করছে। আর এই আনন্দকে আরো একটু বাড়াতে শেষ মুহূর্তে আমরা বাংলাদেশের জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুবকে যোগ করেছি। আশা করছি, দর্শক অনুষ্ঠানটি অনেক উপভোগ করবেন।’
অনুষ্ঠানের টিকেটপ্রাপ্তির বিষয়ে আয়োজক রায়হান বলেন, ‘আমাদের বেশিরভাগ টিকেট এরই মধ্যে অনলাইনে বিক্রি হয়ে গেছে। আশা করছি, সবাই অনুষ্ঠানের আগেই টিকেট সংগ্রহ করবেন। এ ছাড়া ইভেন্ট ভেন্যুতে টিকেট বুথ রাখা হবে।’
রায়হান জানান, কনসার্টের প্রতিটি টিকেট থেকে আয় করা এক ডলার চিলড্রেন ক্যানসার ইনস্টিটিউটে দান করা হবে।
কনসার্টটি অনুষ্ঠিত হবে ‘মেড ইন বাংলাদেশ’ সংগঠনের উদ্যোগে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি।