ফ্লোরিডায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন পালিত হয়েছে। বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিতিতে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগ, ফ্লোরিডা আওয়ামী মহিলা লীগ ও ফ্লোরিডা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
সানসাইন স্টেট নামে খ্যাত ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের রামাদা হোটেল বলরুমে গত শুক্রবার রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন আসাদুজ্জামান নূর। কেক কাটার পর তিনি একে একে সবার মুখে কেক তুলে দেন এবং আগামী ২২ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যবিত্ত আয়ের দেশে উন্নীত হওয়ার সুসংবাদ জানান। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী বৃহস্পতিবার।