কলকাতায় উপদূতাবাসে স্বাধীনতা দিবস পালন
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হলো কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস প্রাঙ্গণে। এই উপলক্ষে আজ সোমবার দিনভর নানা অনিষ্ঠানেরও আয়োজন করা হয়।
সকালে উপদূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান। সকাল সাড়ে ৭টা নাগাদ বাংলাদেশ ও কলকাতা থেকে একযোগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
সকালে বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপদূতাবাসের কর্মকর্তারা। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ট্যুইট করে সমগ্র বাংলাদেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।