চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ মক্কা শাখার অভিষেক
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ প্রবাসী মক্কা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সৌদি আরবের মক্কার নাক্কাসার একটি হোটেলে এই অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোজাম্মেল হক। সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে ও কাসেদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদ। প্রধান বক্তা ছিলেন ওমর ফারুখ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম হোসেন কবির, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম খোকন।
অনুষ্ঠানে বক্তব্য দেন আবু তৈয়ব, নুরুল আলম, কামাল উদ্দিন, ইকবাল, জাহাঙ্গীর, শফিক, ইবলু, বাবুল, আক্তার হোসেনসহ আরো অনেকে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিব উল্লাহ সওদাগর ও সাধারণ সম্পাদক মাস্টার সেলিম, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের বেলাল পাটোয়ারী, মক্কা আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খানে আলম, মক্কা যুবলীগের সভাপতি শফিউল আলম মনির ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক বাবুল।
বক্তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অভিষেকে মক্কা আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।