সৌদি আরবে বাংলাদেশি খুন, লাশ মিলল হাসপাতালে
সৌদি আরবের রাজধানী রিয়াদে শহিদুল ইসলাম (৪৫) নামের এক প্রবাসী বাংলাদেশি খুন হয়েছেন। গত শুক্রবার পুলিশের কাছ থেকে খবর পেয়ে তাঁর নিকট আত্মীয় ও বন্ধুরা রিয়াদের সমোচি হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন।
নিহত শহিদুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর তিনপথের মাথা এলাকার দাবার বরবাড়ির মুহাম্মদ ইয়াকুব মিয়া জনুর ছেলে। তাঁর চার সন্তান রয়েছে।
নিহতের বন্ধু এইচ এম নাছির জানান, শহিদ রাইড শেয়ারিং গাড়িচালক ছিলেন। গত ২৪ জুলাই থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সৌদি আরবে অবস্থানরত স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর রিয়াদের সমোচি হাসপাতালের মর্গে গত শুক্রবার তাঁর লাশ খুঁজে পান।
নাছির জানান, ধারণা করা হচ্ছে কে বা কারা শহিদকে বাসায় খুন করে লাশ বাইরে ফেলে রেখে পালিয়ে যায়। সৌদি আরবের পুলিশ এ ঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
এ দিকে নিহত শহিদুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লোহাগাড়ায় তাঁর পরিবারে শোকের ছায়া নেমে আসে।