হজে গিয়ে মিনায় বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে হজ পালন করতে এসে মিনায় এক বাংলাদেশি মারা গেছেন। গতকাল রোববার তাবুর শহর মিনায় এই হজযাত্রী মারা যান বলে জানিয়েছেন মক্কা বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর মাকসুদুর রহমান।
নিহত বাংলাদেশি হজযাত্রী হলেন পাবনার ভুলবাড়ীয়ার মো. কোবাদ আলী (৬১)।
চলতি বছর সৌদি আরবে হজ করতে এসে এখন পর্যন্ত মক্কায় ৪৩ জন, মিনায় একজন, মদিনায় ছয়জন ও জেদ্দায় দুজনসহ মোট ৫২ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে নয়জন নারী ও ৪৩ জন পুরুষ।