দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ ফেস্টিভ্যাল
বাংলাদেশ ফাউন্ডেশন অব কোরিয়া(বিএফকে)এর উদ্যোগে বাংলাদেশ ফেস্টিভ্যাল-২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার আনসান ওয়া স্টেডিয়ামে আগামীকাল রোববার সকাল ১০টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।
বাংলাদেশ ফেস্টিভ্যাল-২০১৮ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস, কমেডিয়ান হারুন কিসিঞ্জার, শিল্পী লেমিস, ফকির আলমগীর, ব্যান্ড শিল্পী সজল ও শিল্পী তানিসা।
অনুষ্ঠানে ব্যাপক প্রবাসী বাংলাদেশিদের আগমন ঘটবে বলে আয়োজকরা আশা করছেন। এ ছাড়া
সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এবারের অনুষ্ঠানে থাকছে দেশীয় সুস্বাদু খাবার ও দেশীয় পণ্যের সমারোহ।
প্রবাসী বাংলাদেশিদের দেশে টাকা পাঠানো ও মোবাইল ফোন ক্রয় করার সুবিধার্থে থাকছে বিভিন্ন ষ্টল।
বাংলাদেশ ফাউন্ডেশন অব কোরিয়া(বিএফকে) এর আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জনাবা আবিদা ইসলাম।
অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করবেন দক্ষিণ কোরিয়ার আনসান সিটি করপোরেশন হ্যান পাস, যমুনা ব্যাংক ও ঔরস মোবাইল সহ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।