উজবেকিস্তানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যথাযথ মর্যাদার সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করেছে উজবেকিস্তানস্থ বাংলাদেশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে বুধবার (২৬ মার্চ) রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের ধ্বনিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। উজবেকিস্তানস্থ বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানা গেছে।
রাষ্ট্রদূত ড. ইসলাম তাঁর সভাপতির বক্তব্যে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা করে ৭১’ এর মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এ ছাড়াও দূতাবাসে উজবেকিস্তানের ব্যবসায়িক, শিক্ষা, সংস্কৃতি ও মিডিয়া অঙ্গনের উল্লেখযোগ্য সংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনায় রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট ও পটভূমি বর্ণনা করে বৈষম্যহীন, শোষণমুক্ত, সুখী, সমৃদ্ধশালী, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও প্রতিশ্রুতির কথা পুনঃব্যক্ত করেন।
এ ছাড়াও বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের ওপর আলোকপাত করে রাষ্ট্রদূত বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসায়িক এবং শিক্ষা ও সাংস্কৃতিক পরিসরে এ সম্পর্কের ব্যাপ্তি ও অগ্রযাত্রা তুলে ধরেন। আগামীতে এ সম্পর্ককে আরও অর্থবহ ও ফলপ্রসূ করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।