স্বাধীনতা দিবসে বাংলাদেশকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস । ফাইল ছবি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে আনোয়ার ইব্রাহিম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানান।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘চিত্ত যেথা ভয়শূন্য’ থেকে উদ্ধৃত করে আনোয়ার ইব্রাহিম নতুন বাংলাদেশ গড়তে প্রধান উপদেষ্টার দৃঢ় প্রতিজ্ঞার কথা উল্লেখ করেন।
বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা ও সমৃদ্ধ জাতি গঠনে ড. ইউনূসের প্রচেষ্টার প্রতি মালয়েশিয়ার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন আনোয়ার ইব্রাহিম।