২২৭ যাত্রীসহ হারিয়ে যাওয়া ফ্লাইটের অনুসন্ধান করবে মালয়েশিয়া
মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-৩৭০ নিখোঁজ হওয়ার এক দশকেরও বেশি সময় পর মালয়েশিয়ার পরিবহণ মন্ত্রণালয় ঘোষণা করেছে, এই মাসেই বিমানটির অনুসন্ধান পুনরায় শুরু হবে। খবর দ্য গার্ডিয়ানের।
বুধবার (৩ ডিসেম্বর) এক বিবৃতিতে পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর থেকে এই অনুসন্ধান আবার শুরু হবে। মার্কিন রোবোটিক কোম্পানি ওশান ইনফিনিটি এই সমুদ্রতলের অনুসন্ধানে অংশ নেবে, যা ৫০ দিন ধরে চলবে বলে নিশ্চিত করা হয়েছে।
কুয়ালালামপুর থেকে বেইজিংগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-৩৭০ ২০১৪ সালের ৮ মার্চ বিমান ট্র্যাফিক রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। বিমানটিতে মালয়েশিয়ার ১২ জন ক্রু এবং ২২৭ জন যাত্রী ছিলেন।
বিমানটির নিখোঁজ হওয়া ইতিহাসের সর্ববৃহৎ অনুসন্ধান অভিযানের জন্ম দিয়েছিল। কিন্তু বিমানটির পরিণতি কখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি বিমান চলাচলের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি হয়ে আছে।
২০২৪ সালে মালয়েশিয়া জানিয়েছিল, যদি নতুন কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তারা নিখোঁজ হওয়ার তদন্ত পুনরায় শুরু করতে ইচ্ছুক।

এনটিভি অনলাইন ডেস্ক