আওয়ামী লীগ নিয়ে দেশে-প্রবাসে ষড়যন্ত্র চলছে : ওমর ফারুক
যুবলীগের চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক বলেছেন, দেশ, জাতি আর আওয়ামী লীগ নিয়ে দেশে-প্রবাসে ষড়যন্ত্র চলছে। মুজিব আদর্শের সৈনিকদের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র প্রতিহত করে আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় রাখতে হবে।
গতকাল সোমবার রাতে সৌদি আরবের মদিনা মনোয়ারার একটি হোটেলে আওয়ামী ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় সভায় যুবলীগের চেয়ারম্যান এ কথা বলেন।
ওমর ফারুক চৌধুরী আরো বলেন, সরকারের উন্নয়ন, অগ্রগতির তথ্য বিশ্বব্যাপী তুলে ধরতে হবে। তা নাহলে দেশে আবার বিএনপি-জামায়াতের অরাজকতা শুরু হবে, দেশে গণতন্ত্র থাকবে না। তিনি যুবলীগের মধ্যে মেধা, মনন ও জ্ঞানভিত্তিক শিক্ষিত যুবকদের ঐকবদ্ধ করার চেষ্টা করছেন বলে জানান।
মদিনা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম আমিন।
আমিনুল ইসলাম আমিন বলেন, ‘আজকের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন দারিদ্র্যমুক্ত সুখী সুন্দর বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের বাক্সবন্দি গণতন্ত্রকে পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। আজকে বাংলাদশের মানুষ উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশে উন্নত জীবন-যাপন করছে। তার সবই শেখ হাসিনার দীর্ঘ আন্দোলনের ফসল। সফল পররাষ্ট্রনীতির কারণে স্থলসীমানা চুক্তি ও সমুদ্রসীমানা চুক্তি সম্ভব হয়েছে। তাই আগামীতে বাংলদেশের উন্নয়নে ও জনগণের কল্যাণে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
মদিনা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমির উদ্দিন চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ ইদ্রিস, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মমতাজুল ইসলাম, মদিনা যুবলীগের সভাপতি আবদুল মালেক মাদানী, মদিনা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুসা আবদুল জলিল।
মতবিনিময় সভায় বক্তব্য দেন মহিউদ্দীন মিন্টু, কামাল উদ্দিন, জিল্লুর রহমান, তারেক মো. ইকবাল চৌধুরীসহ মদিনা আওয়ামী যুবলীগ ও আওয়ামী ফাউন্ডেশনের নেতারা। মতবিনিময় সভায় মদিনা আওয়ামী লীগ পরিবারের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।