কুয়ালালামপুর দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর দূতাবাস প্রধান ওয়াহিদা আহমেদের নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কর্মকর্তারা।
পরে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ সব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ ছাড়া বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া, চাঁদপুর জেলা সমিতি, যশোর জেলা সমিতি, মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী, সামাজিক-সাংস্কৃতিক, কমিউনিটি সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাঙালিরা শহীদ মিনারে শ্রদ্ধা জানায়।
পরে দূতাবাসের শ্রম শাখার দ্বিতীয় সচিব মো. ফরিদ আহমদের পরিচালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেওয়া রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ওয়াহিদা আহমেদ। একে একে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে এয়ার কমোডর মো. হুমায়ূন কবির, শ্রম কনস্যুলার মো. জাহিরুল ইসলাম ও প্রথম সচিব (বাণিজ্য) মো. রাজিবুল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মাসুদ হোসেন, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মশিউর রহমান তালুকদার, শ্রম শাখার প্রথম সচিব হেদায়েতুল ইসলাম মণ্ডল, প্রথম সচিব তাহমিনা ইয়াছমিন প্রমুখ।
এ ছাড়া পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সদস্য নাসির জামিল, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, সহসভাপতি দাতু আক্তার, সহসাধারণ সম্পাদক শাহীন সরদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, মালয়েশিয়া যুবলীগের সাবেক আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী, শফিক চৌধূরী, হুমায়ূন কবির, কবি আলমগীর, নূর মোহাম্মদ ভূইয়া, শওকত হোসেন তিনু, মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মনসুর আল বাশার সোহেল, জহিরুল ইসলাম জহির, মনির দেওয়ান, ব্রাউন সোহেল, আল আমিন আকাশ, আল আমিন ডলার, সৈকত, রেজাউল হক লায়ন, মাহবুবুর রহমান রুবেল, রহমত উল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল, সহ-সভাপতি জালাল উদ্দিন সেলিম, সহ-সভাপতি এম এ হান্নান, এস কে মুকুল, কবি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান চৌধুরী মিতুল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ সরকার, দৌলত আহমেদ, সাংগঠনিক সম্পাদক সোহাগ সরকার, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, আনোয়ার হোসেন ডাবলু, ছাত্রলীগের ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক রায়হান কবীর, সাংগঠনিক সম্পাদক মওদুদ মোল্লা, মো. আনিসুর রহমান, এইচ এম জুয়েল, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার শুভ, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ হোসেন, সাংগঠনিক সম্পাদক শান্ত হোসেনসহ মালয়েশিয়া আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন, ইলেক্ট্রনিক-প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, ও দূতাবাসের কর্মকর্তারা।
আলোচনা সভায় গত্কাল বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও তাঁদের স্বজনদের প্রতি প্রবাসীদের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়।