রিয়াদে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের’ প্রথম বার্ষিকী। বৃহস্পতিবার (৩১ জুলাই) দূতাবাসের অডিটোরিয়ামে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। তিনি বক্তব্যের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি ছিল শহীদদের স্মরণে আলোকচিত্র, পোস্টার, গ্রাফিতি এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী। দূতাবাস চত্বরে স্থাপিত এই প্রদর্শনী রাষ্ট্রদূতসহ আমন্ত্রিত অতিথিরা ঘুরে দেখেন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি তারিখ নয়, এটি একটি চেতনার নাম। এই চেতনাকে বুকে ধারণ করে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের সমৃদ্ধিতে অবদান রাখি- এটাই হোক আমাদের অঙ্গীকার।
দেলওয়ার হোসেন আরও বলেন, রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই সৌদি আরবে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অপরিসীম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটির সদস্যরা।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।’