মদিনায় জিনের পাহাড় দেখার সময় দুই বাংলাদেশি নিহত
সৌদি আরবে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় মদিনা মনোয়ারা থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে ওয়াদি আল জিন্নির জিনের পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নরসিংদী সদর উপজেলার নাজিম উদ্দিন (৬০) ও জয়নাল আবেদীন (৭৫)। নিহত দুজনই সম্পর্কে চাচা-ভাতিজা।
জানা যায়, নিহত দুজন বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে এসেছিলেন। ওমরাহ পালন শেষে তাঁরা মদিনা মনোয়ারায় জিয়ারতে যান। সেখান থেকে তাঁরা ওয়াদি আল জিন্নিতে জিনের পাহাড় দেখতে যান। রাস্তায় অনেক হাজি ও পথচারী দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলে নাজিম উদ্দিন ও জয়নাল আবেদীন নিহত হন। এ সময় আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।