দক্ষিণ কোরিয়ায় পয়লা বৈশাখ উদযাপিত
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রবাসী বাংলাদেশিরা পয়লা বৈশাখ উদযাপন করেছেন। গত রোববার সিউল সিটির হলে বাংলা নববর্ষ ১৪২৬-এর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাষ্ট্রদূত আবিদা ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটির সুর তোলেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম নিজেই এবং সঙ্গে ছিলেন দূতাবাসের অন্য কর্মকর্তারা।
আবিদা ইসলাম শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাংলাদেশে অন্যতম উৎসব-বাংলা নববর্ষ। পয়লা বৈশাখের উদযাপনের ওপর সংক্ষিপ্ত আলোকপাত করে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং অনুষ্ঠান উপভোগ করার জন্য সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিউলস্থ মেট্রোপলিটন গভর্নমেন্টের আন্তর্জাতিক বিষয়ক দূত লিম গৌন হিউং।
জমকালো আয়োজনে আবহমান বাংলার সাংস্কৃতিক ধারা বিদেশিদের কাছে তুলে ধরতে বাংলাদেশ থেকে এসেছিলেন শিল্পকলা একাডেমির একঝাঁক তারকা শিল্পী।
প্রবাসী বাংলাদেশি, কোরিয়ান নাগরিক, বিদেশি নাগরিক, বিভিন্ন দেশের কূটনীতিক, সিউলস্থ বিভিন্ন দেশের কূটনৈতিক কোরের ব্যক্তি, রাজনৈতিক নেতা, বাংলাদেশি সামাজিক সংগঠনের নেতা ও বিপুল প্রবাসী বাংলাদেশি এই অনুষ্ঠানে অংশ নেন।