সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত
সৌদি আরবের শাগরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের শাগরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই দাম্মামের আল হাবিব ক্যাটারিং সার্ভিসের কর্মী বলে জানা গেছে। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস সেক্রেটারি ফখরুল ইসলাম জানান, আল হাবিব ক্যাটারিং সার্ভিসের ১৭ কর্মী দাম্মাম থেকে মদিনায় হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে যাচ্ছিলেন। পথে রিয়াদ থেকে ১০০ কিলোমিটার উত্তরে শাগরা এলাকায় তাদের গাড়ির চাকা ফেটে গিয়ে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১০ জন মারা যান।