দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের উদ্যোগে গত ৮ জুন শনিবার সন্ধ্যায় কোরিয়ার রাজধানী সিউলের ইথেউয়নস্থ রাষ্ট্রদূতের বাসভবনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মকিমা বেগম, কমার্শিয়াল কাউন্সিলর মো. মাসুদ রানা চৌধুরী, দূতালয় প্রধান (প্রথম সচিব) রুহুল আমিন, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত আবিদা ইসলাম রাষ্ট্রপতির ঈদ বাণী এবং প্রধানমন্ত্রীর ঈদ বাণী পড়ে শুনান।
ঈদ আনন্দ উৎসবে কোরিয়ায় পর্যটন মেলায় আগত বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হুমায়ন কবির, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক যুগ্ম সচিব সাইফুল ইসলাম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, রুহুল আমিন, বাংলাদেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের এপিএস মো. মুসাব্বির হোসেন বেলালসহ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বৃহত্তর গোপালগঞ্জ অ্যাসোসিয়েশন ইন কোরিয়ার সভাপতি শেখ মুরাদ হোসেন সোহেল, সাধারণ সম্পাদক ডেভিড ইকরাম, বাংলাদেশ অর্গানাইজেশন ইন সভাপতি রতন আহম্মদ ও বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক রানা উপস্থিত ছিলেন।
এ ছাড়া আওয়ামী লীগের নেতা আশরাদুল আলম বিকি, লিয়াকত আলী ভুট্টো, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন কোরিয়ায় সাধারণ সম্পাদক মনির পাটোয়ারী, ইপিএস বাংলা কমিউনিটি সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি শান্ত শেখ, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউল হক উপস্থিত ছিলেন। ঈদ উৎসবে যশোর অ্যাসোসিয়েশন ইন কোরিয়ার সভাপতি রাকিব হাসান বাবু সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতারা এবং কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশের ব্যবসায়ী ও কোরিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত বাংলাদেশি ছাত্ররাসহ বিপুল প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
ঈদ আনন্দ উৎসবে আবিদা ইসলাম হারমোনিয়াম বাজিয়ে গান পরিবেশন করেন। শেষে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উপস্থিত সবার জন্য নৈশভোজের আয়োজন করা হয়।