সৌদি আরবে আরো তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরো তিন বাংলাদেশি মারা গেছেন। নিহত তিন বাংলাদেশি হলেন—কক্সবাজার জেলার চকরিয়ার সাহার বিলের আবু তালেব (৮২), পাসপোর্ট নম্বর-ই এ ০৫২৩৩৩৩; কক্সবাজার সদর ইসলামপুরের শফিউজ্জামান (৬০), পাসপোর্ট নম্বর-বি এল ০৪৫০৩৭০ এবং শরীয়তপুর জেলার বড়কান্দির আবদুল মান্নান মাল (৭১), পাসপোর্ট নম্বর-বি কিউ ০৮৫৭৫৮৪।
গতকাল বৃহস্পতিবার এই তিন হজযাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মক্কার বাংলাদেশ হজ অফিস।
এখন পর্যন্ত পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় নয়, মদিনায় দুই এবং জেদ্দায় একজনসহ মোট ১২ বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ ও দুজন নারী।
আজ শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১৭৩টি ফ্লাইটে মোট ৬২ হাজার ৭৪৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৬০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৮ হাজার ১৪১ জন সেখানে পৌঁছান।