সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ চট্টগ্রামের আলমগীর
সৌদি আরবের জেদ্দায় একটি বোরকা কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক প্রবাসী বাংলাদেশি অগ্নিদগ্ধ হয়েছেন। ওই বাংলাদেশির নাম মো. আলমগীর হোসেন।
গত মঙ্গলবার মধ্যরাতে জেদ্দার বাওয়াদি এলাকার ওই বোরকার কারখানায় আগুন লাগে। এ সময় ঘুমিয়ে ছিলেন আলমগীর। আগ্নিকাণ্ডে তাঁর সারা শরীর ঝলসে গেছে। বর্তমানে তিনি জেদ্দা কিং আবদুল আজিজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
এদিকে আহত আলমগীরের জ্ঞান ফিরে না আসায় দেশে চিন্তিত তাঁর অসহায় পরিবার ও আত্মীয়স্বজন।
সৌদি প্রবাসী মোসলেম উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, আমি দেশ থেকে খবর পেয়ে রোববার বিকেলে অগ্নিদগ্ধ মোহাম্মদ আলমগীরকে জেদ্দা কিং আবদুল আজিজ হাসপাতালে দেখতে যাই। সেখানে তিনি আইসিইউতে অচেতন অবস্থায় রয়েছেন।
আহত মোহাম্মদ আলমগীর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়ার আলী আহমদের ছেলে। জীবিকার তাগিদে দুই বছর আগে তিনি সৌদি আরবের জেদ্দায় আসেন।
এদিকে গ্যাস বিস্ফোরণে গুরুতর আহত মোহাম্মদ আলমগীরের উন্নত চিকিৎসার জন্য তাঁর অসহায় পরিবার বাংলাদেশ সরকার ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহর হস্তক্ষেপ কামনা করেছে।